বার কাউন্সিল “লিখিত” পরীক্ষার প্রস্তুতি
শিক্ষার্থীদের যা অবশ্যই করণীয়
১. ভর্তিইচ্ছু প্রর্থীকে ভর্তির সময় আমাদের ফরম অবশ্যই জমা দিতে হবে।
২. ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
৩. ক্লাস টেস্টে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষার সময় শৃঙ্খলা মেনে চলতে হবে।
৪. প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা কোর্সে আলাদা ভাবে ভর্তি প্রযোজ্য।
৫. শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য কর্তৃপক্ষ চাইলে যে কোন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে পারবে।
৬. কর্তৃপক্ষ চাইলে এই নিয়মাবলি শিথিল করতে পারবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানুনঃ
☑️ আইন ক্লাস: ৩০টি
☑️ মডেল টেস্ট: ১০ টি
☑️ ক্লাস টেস্ট: ১০টি
☑️ কোর্স Duration: ৩ মাস
☑️ কোর্স ফি :


0 Comments