যে সকল ধারার শাস্তি মৃত্যুদন্ড 

যে সকল ধারার শাস্তি মৃত্যুদন্ড

মৃত্যু দন্ডের ধারা সমূহ 

১. ধারা- ১২১ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ বা যুদ্ধে সহায়তা করা

২. ধারা- ১৩২ সৈনিক এবং নাবিক সম্বন্ধে বিদ্রোহে সহায়তা এবং তার ফলে বিদ্রোহ সংঘটিত হলে

৩. ধারা- ১৯৪ মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা যার উপর বিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদন্ডে দন্ডিত হলে এবং মৃত্যুদন্ড কার্যকর করা হলে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া যাবে।

৪.  ধারা- ৩০২ খুন করলে খুনের শাস্তি

৫. ধারা- ৩০৩ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি কর্তৃক খুন করলে

৬. ধারা- ৩০৫ নাবালক, উন্মাদ বা মদপ্য ব্যক্তিকে আত্নহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্নহত্যা করলে

৭. ধারা- ৩০৭ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে

৮. ধারা- ৩২৬ক এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে।

৯. ধারা- ৩৬৪ক দশ বছরের নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরান বা বলপূর্বক অপহরণ করলে

১০.  ধারা- ৩৯৬ খুনসহ ডাকাতি করলে